আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের শাসনভার তাঁর হাতে সমর্পণ করবেন জো বাইডেন। এর আগে গুছিয়ে নিচ্ছেন তাঁর দায়িত্ব। তবে ট্রাম্পের শাসনভার গ্রহণের পর আসন্ন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাইডেনের এশীয় মিত্ররা।